জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত যাত্রাবাড়ী থেকে গাবতলি পর্যন্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজকের এই কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ। কর্মসূচির অংশ হিসেবে বাড্ডা থানা ও ২১ নং ওয়ার্ডের নেতাকর্মীরা কাওরান বাজার এলাকায় মানববন্ধনে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাড্ডা থানার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা। মানববন্ধনে অংশগ্রহণ করেন অংশগ্রহণ করেন অ্যাডভোকেট আতিকুর রহমান।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের আলোকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।