বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১১ আসন (রামপুরা–বাড্ডা–ভাটারা) জোনের উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি সম্মেলনে বক্তব্য রাখেন এবং সংগঠনের আদর্শ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কর্মীদের প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে কাজ করে যাচ্ছে। রুকনদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক নিষ্ঠাই এ আন্দোলনের মূল শক্তি।”
অনুষ্ঠানে ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।