আসন পরিচলনা কমিটির উদ্যোগে ঢাকা–১১ আসনের জাতীয় নির্বাচন ২০২৬–কে সামনে রেখে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিভিন্ন সাংগঠনিক দিক, মাঠপর্যায়ের করণীয় এবং নির্বাচনী কৌশল বিষয়ে আলোচনা হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী পূর্বের নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, সংগঠনকে সুসংগঠিত করা, কর্মীদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং জনসংযোগ জোরদারের মাধ্যমে আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা–১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিল আংশিক) শাখা।